English Version
আপডেট : ২২ মে, ২০১৬ ১৫:৫১

মার্কিন ড্রোন অভিযানে তালেবান নেতা নিহত

অনলাইন ডেস্ক
মার্কিন ড্রোন অভিযানে তালেবান নেতা নিহত

মার্কিন ড্রোন অভিযানে তালেবান নেতা মোল্লা আখতার মনসুর নিহত হয়েছে। আফগান সীমান্তের কাছে পাকিস্তানের একটি এলাকায় মার্কিন 0 সামরিক বাহিনীর বিমান হামলায় এ তালেবান নেতাসম্ভবত নিহত হয়েছে। আফগানিস্তানের গোয়েন্দা কর্মতারা এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসামা বিন লাদেনের পর আরও একজন তালেবান নেতা পাকিস্তানের মাটিতে মার্কিন হামলায় প্রাণ হারালো।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অনুমোদন নিয়ে আহমাদ ওয়াল শহরের কাছে স্থানীয় সময় শনিবার (২১ মে) বেলা তিনটায় এই‌ হামলা চালানো হয়।

এই তালেবান নেতা এবং আরও একজন যোদ্ধাকে লক্ষ্য করে অভিযান পরিচালনা করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। পেন্টাগনের একজন মুখপাত্র বলেন, মোল্লা মনসুর গত জুলাই থেকে তালেবানের প্রতিষ্ঠাতা এবং আধ্যাত্মিক প্রধান মোল্লা মোহাম্মদ ওমরের পরিবর্তে দায়িত্ব ছিলেন।

তাদের মতে মনসুর ছিলেন বেসামরিক মানুষ ও নিরাপত্তা বাহিনীর জন্যে বড় হুমকি এবং শান্তির পথে বড় বাধা।