English Version
আপডেট : ১৬ মে, ২০১৬ ১৯:২৬

কলম্বিয়ার আট টন কোকেন জব্দ

অনলাইন ডেস্ক
কলম্বিয়ার আট টন কোকেন জব্দ
কলম্বিয়ার উপকূলীয় টার্বো শহর থেকে বিপুল পরিমাণ কোকেন বোঝাই একটি নৌযান আটক করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। নৌযানটি থেকে প্রায় আট টন কোকেন জব্দ হয়েছে। এটিই দেশটিতে সবচেয়ে বেশি পরিমাণ অবৈধ মাদক আটকের ঘটনা। প্রতিরক্ষামন্ত্রী লুইস কার্লোস ভিলেজাস বলেন, ‘প্রায় দেড় টন মাদক মুড়িয়ে রাখা হয়েছিল এবং এগুলো বিদেশে পাচার করার জন্য প্রস্তুত ছিল।’ এক বিবৃতিতে বলা হয়েছে, এ ঘটনায় সন্দেহভাজন তিন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। অপর তিন অপরাধী পালিয়ে গেছে। এ ঘটনায় প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস টুইটারে কর্মকর্তাদের অভিনন্দন জানান। তিনি টুইটারে বলেন, ‘টার্বোতে অভিযান চালিয়ে আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে বেশি পরিমাণ অবৈধ মাদক আটক করা হয়েছে।’ পুলিশ জানায়, উত্তর-পশ্চিম উপকূলীয় শহর টার্বোর কাছে অবস্থিত একটি কলাবাগানে এই বিপুল পরিমাণ অবৈধ মাদক লুকিয়ে রাখা হয়েছিল। এগুলো অপরাধ চক্র ক্ল্যান উসুগার। চক্রটি মূলত মাদক পাচার করে। তবে এর বিরুদ্ধে চাঁদাবাজি, অবৈধভাবে খনি খনন ও হত্যার অভিযোগও রয়েছে। খবর- এএফপি