English Version
আপডেট : ১১ মে, ২০১৬ ১৯:৩৮

চীনেে এক টন কৃত্রিম জেলিফিশ জব্দ

অনলাইন ডেস্ক
চীনেে এক টন কৃত্রিম জেলিফিশ জব্দ
চীনে এক টন কৃত্রিম জেলিফিশ জব্দ করা হয়েছে। দেশটির স্থানীয় সরকারের ওয়েবসাইটকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, উপকূলীয় ঝেজিয়াং প্রদেশের হুঝোউয়ের একটি বাজার থেকে এগুলো জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় দুটি স্থানে অভিযান চালিয়ে সন্দেহভাজন ৬ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আরও তদন্ত করা হবে। ব্যবসায়িক স্বার্থে খাদ্য নিরাপত্তা লঙ্ঘনের ক্ষেত্রে চীনের বদনাম রয়েছে। অনেক সময় দুর্নীতিবাজ কর্মকর্তারা অসাধু ব্যবসায়ীদের এই দুষ্কর্মের সঙ্গী হয়। অতি মুনাফালোভী এইসব অসাধু ব্যবসায়ীরা প্রায়ই খাবারের নিরাপত্তা ও গুণগত মান নিশ্চিত করে না। জিয়াংসু সরকার জানিয়েছে, খুচরা বাজারে সরবরাহকারীরা ধরা পড়ার আগে ১০ টনেরও বেশি কৃত্রিম জেলিফিশ বিক্রি করে। তাদের মধ্যে দুটি অপরাধী চক্র এক লাখ ৭০ হাজার ইউয়ান (২৬ হাজার মার্কিন ডলার) মূল্যের এই অবৈধ মাছ বিক্রি করেছে। পুলিশ বলছে, বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ মিশিয়ে নকল জেলিফিশ তৈরি করা হয়। জেলিফিশ নামে বিক্রি করা ওই খাবারে উচ্চমাত্রায় অ্যালুমিনিয়াম পাওয়া গেছে।