English Version
আপডেট : ৯ মে, ২০১৬ ১৩:২৭

ফিলিপাইনে গাড়িবহরে বন্দুকধারীদের হামলা নিহত ৭

অনলাইন ডেস্ক
ফিলিপাইনে গাড়িবহরে বন্দুকধারীদের  হামলা নিহত ৭

ফিলিপাইনে প্রেসিডেন্ট নির্বাচনের কয়েকঘণ্টা আগে দেশটির দক্ষিণে অবস্থিত ক্যাভিট প্রদেশের রোজারিও শহরে একটি গাড়িবহরে বন্দুকধারীদের অতর্কিত হামলায় সাতজন নিহত ও একজন আহত হয়েছে। 

আজ সোমবার (৯ মে) রাজধানী ম্যানিলার অদূরে এ হামলার ঘটনা ঘটে।  

পুলিশ সুপারিনটেনডেন্ট রোমেল জেভিয়ার রেডিওতে দেওয়া এক সাক্ষাতকারে বলেন, ভোটগ্রহণ শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে রোজারিও শহরে অজ্ঞাত বন্দুকধারীরা একটি জিপ ও দুটি মোটরসাইকেলকে লক্ষ্য করে গুলি চালায়।

পুলিশের প্রধান পরিদর্শক জোনাথন ডেল রোজারিও বলেন, এই হামলার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। নির্বাচনী কর্মকর্তারা প্রদেশটিকে ‘উদ্বেগজনক এলাকা’ হিসেবে চিহ্নিত করেছেন। কারণ এখানে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

বিশেষ নির্বাচনী সহিংসতা পর্যবেক্ষণকারী টাস্ক ফোর্স জানায়, চলতি বছরের শুরুতে নির্বাচনী কর্মসূচি শুরু হওয়ার পর থেকে নির্বাচন সম্পর্কিত সহিংস ঘটনায় ১৫ জন প্রাণ হারিয়েছে। সূত্র: রয়টার্স