English Version
আপডেট : ৯ মে, ২০১৬ ১২:৪৫

উত্তর কোরিয়ায় বিবিসির সাংবাদিক আটক

অনলাইন ডেস্ক
উত্তর কোরিয়ায় বিবিসির সাংবাদিক আটক
বিবিসির সাংবাদিক রুপার্ট উইংফিল্ড হায়েস

উত্তর কোরিয়ায় বিবিসির সাংবাদিক রুপার্ট উইংফিল্ড হায়েসকে আটকের পর তাকে দেশ থেকে বহিষ্কার করা হচ্ছে।

গত শুক্রবার রুপার্ট উইংফিল্ডসহ বিবিসির তিনজন কর্মকর্তাকে আটক করেন উত্তর কোরিয়ার কর্মকর্তারা। আটক হয়েছেন প্রযোজক মারিয়া বায়ার্ন ও ক্যামেরাম্যান ম্যাথিউ গডার্ড।

এই তিনজনই শুক্রবার উত্তর কোরিয়া ছেড়ে যাবার কথা ছিল, কিন্তু সেদিনই বিমানবন্দরে বোর্ডিংয়ের সময় তাদের আটক করে দেশটির কর্তৃপক্ষ।

আটক করার পর রুপার্ট উইংফিল্ডকে প্রায় আট ঘণ্টা টানা জিজ্ঞাসাবাদ করেছে উত্তর কোরিয়ার কর্মকর্তারা। তাঁর কাছ থেকে একটি চুক্তিতেও সই নেয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

বর্তমানে দেশে ফেরত পাঠানোর জন্য এই তিনজনকেই বিমানবন্দরে নিয়ে আসা হয়েছে। ওয়ার্কার্স পার্টির কংগ্রেসের সংবাদ সংগ্রহের জন্য বিবিসির এই দলটি উত্তর কোরিয়ায় যায়। কিন্তু রাজধানী পিয়ংইয়ং নিয়ে করা এক প্রতিবেদনের কারণে উত্তর কোরিয়ার নেতৃবৃন্দ তাঁদের ওপর ক্রুদ্ধ ছিলেন।সূত্র:বিবিসি।