English Version
আপডেট : ২ মে, ২০১৬ ১৭:৩০

আইএস প্রধানের দিকে বিশেষ নজর মার্কিন গোয়েন্দাদের

অনলাইন ডেস্ক
আইএস প্রধানের দিকে বিশেষ নজর মার্কিন গোয়েন্দাদের
আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের পর জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রধানকে সরিয়ে ফেলার দিকে নজর দিয়েছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)। লাদেন হত্যার পাঁচ বছর পূর্তিকে সামনে রেখে গত রোববার এমনটিই জানিয়েছেন সিআইএ’র প্রধান কর্মকর্তা জন ব্রেনান। ২০১১ সালের ২ মে পাকিস্তানে এক অভিযান চালিয়ে লাদেনকে হত্যা করে মার্কিন বিশেষ বাহিনী। টেলিভিশন চ্যানেল এনবিসির ‘মিট দ্যা প্রেস’ টক শোতে বলেন, আমরা আল-কায়েদার একটি বড় অংশকে ধ্বংস করেছি। তবে এটা এখনো সম্পূর্ণভাবে ধ্বংস হয়নি। তাই জঙ্গি সংগঠনটি কি করতে পারে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তিনি আরো বলেন বর্তমানে আইএসকে নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে আগামী বছরগুলোতে তা নিয়ন্ত্রণ করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা দেবে।
 
ওসামা বিন লাদেনের মতো আইএস নেতা সরিয়ে দেয়াটা খুব গুরুত্বপূর্ণ মন্তব্য করে ব্রেনান বলেন, আইএস প্রধান আবু বকর আল-বাগদাদিকে সরিয়ে দেওয়া গুরুত্বপূর্ণ। আমরা আইএসকে ধ্বংস করব। এতে আমার কোনো সন্দেহ নেই।
 
তিনি আরো বলেন, আল বাগদাদিকে সরিয়ে ফেলা হলে গোষ্ঠিটির ওপর বিরাট প্রভাব পড়বে। সূত্র: এএফপি