English Version
আপডেট : ১ মে, ২০১৬ ১৮:১৯

সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ রাশিয়ার

অনলাইন ডেস্ক
সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ রাশিয়ার

রাশিয়া ডুবোজাহাজ (সাবমেরিন) থেকে সফলভাবে কালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। আর্কটিক অঞ্চলে সামরিক মহড়া চলাকালে রাশিয়ার এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়।

রুশ সেনাবাহিনীর প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, পরমাণু ডুবোজাহাজ সাভেরোদভিনস্ক থেকে এটি ছোঁড়া হচ্ছে। আরখানগেলেস্ক উপকূলের একটি লক্ষ্যবস্তুতে এস-এন-সিজলার ক্রুজ ক্ষেপণাস্ত্রটি নির্ভুল ভাবে আঘাত করছে তাও ভিডিও ফুটেজে দেখানো হয়েছে।

রুশ উত্তরাঞ্চলীয় নৌবহরের প্রায় ২০টি যুদ্ধজাহাজ এ মহড়ায় অংশ নিয়েছে বলে রুশ সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে। মেরু সাগর ব্যারেন্টসে এ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

শব্দের চেয়ে দ্রুত গতির বা সুপারসনিক কালিবার ক্ষেপনাস্ত্র দিয়ে সাগর বা ভূমির যে কোনো লক্ষ্যে আঘাত করা যায়। এ ছাড়া, যুদ্ধজাহাজ বা ডুবোজাহাজ ধ্বংসের জন্য এ দিয়েও হামলা চালানো সম্ভব। তুলনামূলকভাবে আকারে ছোট হওয়ায় ডুবোজাহাজ এবং ছোট যুদ্ধজাহাজ থেকে এটি ছোঁড়া যায়। কালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রচলিত এবং পরমাণু অস্ত্র উভয়ই বহন করতে পারে। সূত্র : রেডিও তেহরান