English Version
আপডেট : ১ মে, ২০১৬ ১১:০৬

ইরানের নির্বাচনে সংস্কারপন্থীরা জয়ী

অনলাইন ডেস্ক
ইরানের নির্বাচনে সংস্কারপন্থীরা জয়ী

ইরানে দ্বিতীয় দফার ভোটে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে সংস্কারপন্থীরা। প্রেসিডেন্ট হাসান রোহানির সমর্থক বলে পরিচিত সংস্কারপন্থীরা ৪২ শতাংশ আসন পেয়েছে। গত এক দশকের মধ্যেই এই প্রথম তারা এতটা সমর্থন পেল।

সংস্কারপন্থীরা নিরঙ্কুশ জয় না পেলেও ৪২ শতাংশ আসন হাসান রোহানির আইন প্রণয়নের জন্য যথেষ্ট। দ্বিতীয় দফায় স্বাধীনভাবে অংশগ্রহণকারীরা ৩০ শতাংশ আসন পেয়েছে। ধারণা করা হয়, তাদের অনেকেই উদার ও সংস্কারপন্থী।

এদিকে, কট্টরপন্থীরা মাত্র এক-তৃতীয়াংশ আসন দখল করেছে। অনেকের মতে, এটি তাদের জন্য লজ্জাজনক হার।

গত শুক্রবার ইরানে দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে কোনো দলই ন্যূনতম ২৫ শতাংশ আসন পায়নি। তাই দ্বিতীয় দফায় নির্বাচন হয়।

বিশ্লেষকদের মতে, ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে হাসান রোহানি সরকারের চুক্তিরই প্রতিফলন ঘটেছে নির্বাচনে। ওই চুক্তির ফলে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় পশ্চিমা দেশগুলো।

ধারণা করা হচ্ছে, দ্বিতীয় দফার ভোটে সংস্কারপন্থী ও স্বাধীন প্রার্থীদের জয় হাসান রোহানির জন্যই ইতিবাচক হয়ে দেখা দেবে। স্বাধীন প্রার্থীদের অনেকেই উদারপন্থী এবং বর্তমান সরকারের সমর্থক বলে মনে করা হয়। তাই অনেকটা নিশ্চিতভাবেই বলা যায়, রোহানি সরকারের বিরোধী কট্টরপন্থীরা সংস্কারের পথে আর বাধা হয়ে দাঁড়াতে পারবে না। এক মাসের মধ্যেই ইরানে নতুন পার্লামেন্ট গঠিত হবে।

রোহানি সরকারের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেন, সরকারের প্রথম লক্ষ্য হলো নাগরিক অধিকার নিশ্চিত করা। এর ফলে দেশের মানবাধিকার পরিস্থিতির উন্নতির পাশাপাশি আইনের শাসনও প্রতিষ্ঠিত হবে।খবর বিবিসি।