English Version
আপডেট : ৩০ এপ্রিল, ২০১৬ ১৫:৩২

কম্পিউটার হ্যাক করতে পারবে এফবিআই

অনলাইন ডেস্ক
কম্পিউটার হ্যাক করতে পারবে এফবিআই

মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এখন থেকে বিশ্বের যেকোনো কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ হ্যাক করতে পারবে বলে রায় দিয়েছে দেশটির আদালত।

মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রুলস অব ক্রিমিনাল প্রসিডিওরের ৪১ নম্বর ধারায় মার্কিন সিনেটের সংশোধনী প্রস্তাব অনুযায়ী দেশটির আদালত এই রায় দিয়েছে। যা ফলে এফবিআই এখন থেকে তাদের প্রয়োজনে কোনো সার্চ ওয়ারেন্টও ছাড়াই বিশ্বের যেকোনো কম্পিউটার হ্যাক করার অধিকার পেল।

তবে মার্কিন কংগ্রেস যদি এই ধারায় আরও কোনো পরিবর্তন অথবা সংশোধন চায়, তবে ২০১৬ সালের ১ ডিসেম্বরের আগে তা করতে হবে বলে জানিয়েছে মার্কিন আদালত।