English Version
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৬ ২০:১৯

নরওয়ের উপকূলে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১১

অনলাইন ডেস্ক
নরওয়ের উপকূলে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১১

নরওয়ের বার্জেন শহরের নিকটবর্তী পশ্চিম উপকূলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১১ জন আরোহী নিহত হয়েছে। এই ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন দু’জন। উদ্ধার কর্মীরা জানিয়েছেন তারা এখন পর্যন্ত ১১ জনের মৃত দেহ উদ্ধার করতে পেরেছেন। নিহতদের মধ্যে নয়জন নরওয়ের, ১জন ব্রিটিশ এবং একজন ইতালির নাগরিক রয়েছেন।

হেলিকপ্টারটিতে ১৪ জন আরোহী ছিলেন বলে নিশ্চিত করেছে নরওয়েজিয়ান পুলিশ।

উদ্ধার কর্মকর্তারা স্থানীয় গণমাধ্যমকে জানায় হেলিকপ্টারটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। পাথুরে দ্বীপে সংঘটিত দুর্ঘটনাস্থলের ছবিতে ঘন ধোয়া উড়তে দেখা যায়। ছোট একটি দ্বীপে পড়ে থাকতে দেখা যায়।

নরওয়ের দ্বিতীয় বৃহত্তম শহর বার্জেন থেকে ব্র্যাইজ তেল ক্ষেত্রের দিকে হেলিকপ্টারটি যাচ্ছিলো বলে নরওয়েজিয়ান পত্রিকা আফতনব্ল্যাদেত’এর সূত্রে জানায় বিবিসি।