English Version
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৬ ১১:১৮

তুরস্কে আত্মঘাতী বোমা হামলায় আহত ১৩

অনলাইন ডেস্ক
তুরস্কে আত্মঘাতী বোমা হামলায় আহত ১৩
তুরস্কের পশ্চিমাঞ্চলের বুরসা নগরের বাজার ও ১৪শতকের পুরনো মসজিদ

তুরস্কের পশ্চিমাঞ্চলের বুরসা নগরে একটি আত্মঘাতী বোমা হামলায় ১৩ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার নগরীর একটি ১৪ শ’ শতকের পুরনো মসজিদের কাছাকাছি একটি বাজারে এই হামলার ঘটনা ঘটে।

বুরসা নগরীর গভর্নর জানান, ধারণা করা হচ্ছে আত্মঘাতী বোমা হামলাকারী একজন নারী।

তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে রয়টার্স জানায়, এই হামলায় কোন সাধারণ নাগরিক প্রাণ হারাননি, শুধু ১৩ জন আহত হয়েছেন তবে কারোরই আঘাত গুরুতর নয়। বোমা হামলায় আহত একজন এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কোন গোষ্ঠীই।  

প্রসঙ্গত, তুরস্কে প্রায়শই আত্মঘাতী বোমা হামলা ঘটে থাকে। এই সব হামলা ইসলামী ও কুরদিশ- দুই গোষ্ঠীর জঙ্গিরাই ঘটিয়ে থাকে। সূত্রঃ বিবিসি