English Version
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৬ ১৫:৪১

প্রেসিডেন্ট নির্বাচন বাছাইয়ে এগিয়ে ট্রাম্প-ক্লিনটন

অনলাইন ডেস্ক
প্রেসিডেন্ট নির্বাচন বাছাইয়ে এগিয়ে ট্রাম্প-ক্লিনটন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দলীয় প্রার্থী বাছাইয়ের লড়াইয়ে এগিয়ে অাছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট হিলারি ক্লিনটন।

মঙ্গলবার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত পাঁচটি রাজ্যের সবকটিতেই জয় পেয়েছেন ট্রাম্প। রাজ্যগুলো হলো- মেরিল্যান্ড, কানেক্টিকাট, পেনসেলভেনিয়া, দেলওয়ারে এবং রোড আইল্যান্ড।

অন্যদিকে পাঁচটির মধ্যে চারটিতে জয় পেয়ে কার্যত প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের নাগালের বাইরে চলে গেছেন হিলারি ক্লিনটন। স্যান্ডার্স শুধুমাত্র রোড আইল্যান্ড রাজ্যে জয় পেয়েছেন।

যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির সরকার ও রাজনিতির অধ্যাপক ড. আলী রিয়াজ বলেছেন ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের ধারা অব্যাহত রয়েছে এবং তাকে মনোনয়ন না দেয়ার যেসব প্রচেস্টা দলের মধ্যে ছিল তা সফল হওয়ার সম্ভাবনা প্রায় শেষ হয়ে এসেছে।

অন্যদিকে ডেমোক্র্যাট দলের মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে হিলারি ক্লিনটকে অতিক্রম করার অবস্থা বার্নি স্যান্ডার্স তৈরি করতে পারবেন সেটিও আর দেখা যাচ্ছেনা বলেও মন্তব্য করেন তিনি।