English Version
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৬ ১৮:৪৪

ফিলিস্তিনের 'সবচেয়ে ছোট্ট কয়েদি' মুক্তি পেল

অনলাইন ডেস্ক
ফিলিস্তিনের 'সবচেয়ে ছোট্ট কয়েদি' মুক্তি পেল
ফিলিস্তিনের 'সবচেয়ে ছোট্ট কয়েদি' দিমা আল-ওয়ায়ি মুক্তির পর মাকে আলিঙ্গন করছে।

১২ বছর বয়সী  ফিলিস্তিনের 'সবচেয়ে ছোট্ট কয়েদি' দিমা আল-ওয়ায়িকে মুক্তি দিয়েছে ইসরাইল। সীমান্তে ছুরি হাতে পাওয়া গিয়েছিল দিমা আল-ওয়ায়িকে দাবি করেছে ইসরাইল। এরপরই তাকে অভিযুক্ত করে সাড়ে চার বছর কারাদণ্ডের সাজা দিয়েছিল ইসরাইল। ১২ বছরের দিমা আল-ওয়ায়িই ছিল সবচেয়ে ছোট্ট জেলবন্দি। তাকে এবার নিঃস্বার্থ মুক্তি দিল ইসরাইল।

ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি অত্যাচারের কাহিনী নতুন কিছু নয়। ছোট ছোট শিশুও নিরাপদ নয় ইসরাইলি বাহিনীর কাছে।

কখনো ইসরাইল থেকে ধেয়ে আসা আগ্নেয়াস্ত্র ক্ষত বিক্ষত করছে ফিলিস্তিনির শরীর, কখনো সীমান্তে বুলেট হামলা। মায়ের গর্ভেই শিশু শুনতে পায় বোমার আওয়াজ, হঠাৎ হঠাৎ কেঁপে ওঠা আঁতুড় ঘর থেকে যে শিশুর জন্ম, সে ইসরাইল মানেই বোঝে এক রক্তচক্ষুর মানুষকে। নানা কারণেই ইসরাইলের সৈন্যের কাছে আটক হয়েছে ফিলিস্তিনি অসংখ্য শিশু। প্যালেস্টাইনের সমস্ত বিদ্রোহতেই ইসরাইলি দাঁত নখ বার করা অমানবিকতা ধেয়ে গেছে ছোট্ট ছোট্ট কুঁড়িগুলোর ওপর। এই রাজনৈতিক পরিস্থিতে দিমা আল-ওয়ায়ির মুক্তি একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন কূটনৈতিক মহল।