English Version
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৬ ১৩:৩৮

জামায়াতের সমাবেশে রেহাম খান

অনলাইন ডেস্ক
জামায়াতের সমাবেশে রেহাম খান
ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান

তেহরিকে ইনসাফ পার্টির চেয়ারম্যান ও সাবেক ক্রিকেটার ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান পাকিস্তান জামায়াতে ইসলামী আয়োজিত দুর্নীতি বিরোধী একটি প্রতিবাদ সমাবেশে অংশ নিয়েছেন।

রোববার অনুষ্ঠিত এ সমাবেশে অংশ নিয়ে তিনি একটি বেসরকারী টিভি চ্যানেলকে বলেন, দুর্নীতি বিরোধী যেকোনো আন্দোলনে সমর্থন করা উচিত। আর জামায়াত খাইবারে দুর্নীতি বিরোধী আন্দোলন শুরু করেছে।

তিনি বলেন, পাকিস্তান জামায়াতের আমির সিরাজুল হক কখনো দুর্নীতির মুখোমুখি হননি। আমরা তাকে একজন দুর্নীতিমুক্ত নেতা হিসেবে দেখতে পাচ্ছি। মত পার্থক্য বাদ দিয়ে প্রত্যেক দলেরই উচিত দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয়া। সূত্র: ডেইলি পাকিস্তান