English Version
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৬ ১১:৩৮

‘র’ সম্পর্কে কিছু অজানা তথ্য

অনলাইন ডেস্ক
‘র’ সম্পর্কে কিছু অজানা তথ্য
ভারতীয় গোয়েন্দা সংস্থা গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং সংক্ষেপে “র”

বিশ্বের ক্ষমতাধর ইন্টেলিজেন্স এজেন্সি গুলোর একটি ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং সংক্ষেপে “র”। আসুন জেনেনি ‘র’ সম্পর্কে কয়েকটি অজানা তথ্য।

‘র’-এর মূলমন্ত্র হল ‘ধর্ম রক্ষতি রক্ষিত’। অর্থাৎ যে ধর্ম রক্ষা করে সে সব সময় সুরক্ষিত থাকে।

১৯৬২-র ইন্দো-চিন যুদ্ধ এবং ১৯৬৫-র ভারত-পাক যুদ্ধের পর ‘র’-এর জন্ম, ১৯৬৮ সালের ২১ সেপ্টেম্বর। ভারতকে সুরক্ষিত রাখতেই প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধী ও তাঁরা সরকার এই গোয়েন্দা সংস্থা গড়ে তোলার সিদ্ধান্ত নেন।

‘র’-এর প্রথম ডিরেক্টর রামেশ্বর নাথ কাও।

আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ-র আদলে একে গড়ে তোলা হয়েছে। এর কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য পাঠানো হয় আমেরিকা, ব্রিটেন এবং ইজরায়েলে।

কঠিন প্রশিক্ষণের মধ্য তৈরি করা হয় এক এক জন আধিকারিককে। কঠিন পরিস্থিতিতে কী ভাবে নিজেদের রক্ষা করবে তা শেখানো হয়। বিশেষ করে ‘ক্রব মাগা’ এবং গুপ্তচরবৃত্তির জন্য টেকনিক্যাল ডিভাইস কী ভাবে ব্যবহার করতে হবে তা শেখানো হয়।

ফিন্যান্সিয়াল, ইকনমিক অ্যানালিসিস, স্পেস টেকনোলজি, ইনফর্মেশন সিকিউরিটি, এনার্জি সিকিউরিটি এবং সায়েন্টিফিক নলেজের উপর প্রশিক্ষণ দেওয়া হয় কর্মকর্তাদের।

১৯৮৪-তে ভারতীয় সেনাকে সতর্ক করে ‘র’, যে পাকিস্তান সিয়াচেন দখল করার জন্য অপারেশন আবাবিল-এর প্রস্তুতি নিচ্ছে।

‘র’-এর গোপন তথ্যের উপর ভিত্তি করেই পাক সেনাদের পরিকল্পনা ভেস্তে দেয় ভারতীয় সেনা।

প্রথম দিকে আইবি, ইন্ডিয়ান পুলিশ সার্ভিসেস, ইন্ডিয়ান মিলিটারি এবং রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে আধিকারিক নিয়োগ করা হতো ‘র’-এ। তবে এখন বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ছাত্রদের এখানে নিয়োগ করা হচ্ছে।

কোনও বিষয়েই সংসদকে জবাবদিহি করতে বাধ্য নয় ‘র’। শুধু প্রধানমন্ত্রী এবং জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটিকেই জবাবদিহি করবে। ‘র’-এর প্রধানকে সেক্রেটারি বলা হয়।

মাত্র ২ বছরের ট্রেনিং হয় ‘র’-এর। তার মধ্যে রয়েছে বেসিক ট্রেনিং এবং অ্যাডভান্সড ট্রেনিং। বেসিক ট্রেনিং ১০ দিন মতো চলে। এই সময় ট্রেনিদের ইন্টেলিজেন্স এবং গুপ্তচর জগতের সঙ্গে পরিচয় ঘটানো হয়।

বাংলাদেশের মুক্তিবাহিনীকে সাহায্যের ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিয়েছিল ‘র’।

অপারেশন কাহুটা-তে ব্যাপক ভূমিকা ছিল র-এর। এই অপারেশনের মাধ্যমে পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রর প্রোগ্রাম সম্পর্কে গোপনে তথ্য সংগ্রহ করেছিল ‘র’ কর্মকর্তারা।