English Version
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৬ ১০:৫৬

‘অর্থ পাচারের দায়ে দোষী প্রমাণিত হলে ইস্তফা দিয়ে বাড়ি চলে যাব’

অনলাইন ডেস্ক
‘অর্থ পাচারের দায়ে দোষী প্রমাণিত হলে ইস্তফা দিয়ে বাড়ি চলে যাব’

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন, পানামা পেপার্স নিয়ে তদন্তে অর্থ পাচারের দায়ে দোষী প্রমাণিত হলে তিনি ইস্তফা দিয়ে বাড়ি চলে যাবেন। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ ঘোষণা দেন নওয়াজ।

তিনি বলেন, "যারা কর ফাঁকি দেয়ার অভিযোগ তুলেছেন তাদের প্রতি তথ্য-প্রমাণ নিয়ে এগিয়ে আসার জন্য চ্যালেঞ্জ করছি। অভিযোগ প্রমাণিত হলে অবিলম্বে ইস্তফা দেব।"

নিজের এবং তার পরিবারের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তে কমিশন গঠনের বিষয়ে পাকিস্তানের প্রধান বিচারপতির কাছে চিঠি লিখবেন বলেও সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিনা বাক্যব্যয়ে কমিশনের সুপারিশ মেনে নেবেন বলে আশ্বাস দেন তিনি। নওয়াজ শরীফ দাবি করেন, পানামা পেপার্সের সূত্র ধরে কেউ কেউ পাকিস্তানকে অস্থিতিশীল করতে চাইছে।

এদিকে তদন্ত কমিটি গঠনের জন্য প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছে পাক সরকার। বিদেশে পাকিস্তানিদের সম্পদের তদন্ত করবে বলে এতে বলা হয়েছে। পাক আইন মন্ত্রণালয়েরএ চিঠিতে জানানো হয়েছে- পাকিস্তানের সব নাগরিক এবং সাবেক ও বর্তমান ক্ষমতাসীন ব্যক্তিরা এ কমিশনের আওতায় পড়বেন।খবর:আইআরআইবি।