English Version
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৬ ১৪:৩৬

সৌদিতে ৯৮৬২ জন শ্রমিক আটক

অনলাইন ডেস্ক
সৌদিতে ৯৮৬২ জন শ্রমিক আটক

আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের দায়ে গত ছয় মাসে সৌদি আরবের আল-জাউফ থেকে ৯ হাজার ৮৬২ জন শ্রমিককে আটক করেছে দেশটির নিরাপত্তারক্ষী বাহিনী।

শুক্রবার (২২ এপ্রিল) সৌদির প্রভাবশালী সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আল-জাউফ পুলিশ গণমাধ্যম মুখপাত্র মেজর ইয়াজিদ বিন সাউদ আল নোমাস বলেন, শ্রম মন্ত্রণালয়কে সহায়তা করেছে নিরাপত্তা কর্মকর্তারা। সামনে আরও অভিযান চালানো হবে। আবাসন আইন লঙ্ঘনকারীদের কঠোর শাস্তি দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

তিনি বলেন, ওই অঞ্চলের কয়েকটি এলাকা চারদিক থেকে ঘিরে অভিযান চালানো হয়। যাতে তারা পালিয়ে যেতে না পারে। আটককৃতরা বিভিন্ন দেশের নাগরিক। এরা পেশায় শ্রমিক। তাদের এখন আটক কেন্দ্রে রাখা হয়েছে। এখানেই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে আটককৃতদের মধ্যে কোনো বাংলাদেশি রয়েছে কি না সে সম্পর্কে কিছুই জানা যায়নি। চুরি, জাদু ও মদ তৈরির মতো অপরাধ দমনে সৌদিতে নিয়মিত ধরপাকড় অভিযান চালিয়ে আসছে নিরাপত্তা কর্তৃপক্ষ।

পুলিশ বলছে, সৌদিতে অধিকাংশ অপরাধই সংঘটিত করে থাকে অবৈধ বাসিন্দারা। যাদের ভিসার মেয়ার শেষ হয়ে গেছে।