English Version
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৬ ১১:৩৮

ইইউ ছাড়লে উন্নয়ন-ক্ষমতাে উভয় হারাবে

অনলাইন ডেস্ক
ইইউ ছাড়লে উন্নয়ন-ক্ষমতাে উভয় হারাবে
যুক্তরাজ্য যদি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছেড়ে যায়, তাহলে তারা উন্নয়ন আর ক্ষমতা— দুটোই হারাবে বলেও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
 
লন্ডন সফরে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে একটি বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ওবামা এই মন্তব্য করেন বলে শনিবার (২৩ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। নিজের এমন মন্তব্যের কারণ ব্যাখ্যা করে ওবামা জানিয়েছেন, তার মতে, ইইউর সদস্যপদ বিশ্বে ব্রিটেনের প্রভাব কমায়নি বরং এটি আরো তুলে ধরেছে। এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, যুক্তরাজ্য যদি ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে যায়, তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় ধরনের বাণিজ্য চুক্তিতে দেশটি শেষের কাতারে চলে যাবে। বরং ইউনিয়নে থেকেই একটি শক্তিশালী ইউরোপকে নেতৃত্ব দেওয়াই ব্রিটেনের জন্য ভালো। কারণ এর ফলে তারা বিশ্বেও বড় ভূমিকা রাখতে পারবে।