English Version
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৬ ১০:৫১

যুক্তরাষ্ট্রে ৮ জনকে হত্যা

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে ৮ জনকে হত্যা
যুক্তরাষ্ট্রের ওহাইওতে চারটি আলাদা বাড়িতে আটজনকে হত্যা করা হয়েছে। 'মৃত্যুদণ্ড কার্যকরের মতো' করে পাইক কাউন্টির হিল রোড এলাকার ৩০ মাইলের মধ্যে চারটি ভিন্ন বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ওহাইওর অ্যাটর্নি জেনারেল মাইক ডিওয়াইনঅ্যাটর্নি এক বিবৃতিতে জানিয়েছন, নিহতরা এক পরিবারের বলে ধারণা করা হচ্ছে। তাদের মধ্যে সাতজন প্রাপ্তবয়স্ক আর একজন কিশোর বয়সের। পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, সবাইকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ড কে বা কারা ঘটিয়েছে, তার অনুসন্ধানে ৩০ জনের বেশি ব্যক্তিকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। ঘটনাস্থলে থাকা এক যাজক জানিয়েছেন, স্থানীয় কোন ঘটনার সূত্র ধরে এই সহিংসতা হয়ে থাকতে পারে। খবর- বিবিসি