English Version
আপডেট : ২২ এপ্রিল, ২০১৬ ২০:৩৪

নারীর পেছনে গুতো দিলেন মন্ত্রী (ভিডিও)

অনলাইন ডেস্ক
নারীর পেছনে গুতো দিলেন মন্ত্রী (ভিডিও)
ভারতের মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বাবুলাল গৌড়

নারীর পেছনে গুতো মেরে তীব্র সমালোচনার মুখোমুখি ভারতের মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বাবুলাল গৌড়। এই ঘটনায় বিরোধীরা পদত্যাগ দাবি করেছে। বৃহস্পতিবার একটি স্থানীয় টেলিভিশন চ্যানেল ওই ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন মন্ত্রী।

ওই ভিডিও ফুটেজে দেখা যায়, ভোপালে নতুন একটি বাস সেবার উদ্বোধন করছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এসময় বাসে এক নারী ওঠার সময় মন্ত্রী তার দেহের পেছনের অংশ স্পর্শ করে দ্রুত হাত সরিয়ে ফেলেন।

অভিযোগ অস্বীকার করে ৮৫ বছরের বাবুলাল গৌড় বলেছেন, ‘এই ভিডিও ফুটেজের কোনো সত্যতা নেই। আমি কেবল নারী কর্মীদের দ্রুত বাসে ওঠার দিকে নির্দেশনা দিচ্ছিলাম এবং সেটা তারই ইঙ্গিত বহন করে। আমি যা বলছি, সেটাই সত্য।’

তবে কংগ্রেস ও আম আদমি পার্টি বাবুলাল গৌড়ের এ ব্যাখ্যা হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে। ভোপালে মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে বাবুলালের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছে আম আদমি পার্টি। এসময় দলের মুখপাত্র নেহা বাগগা বলেন, ‘ বাবুলাল গৌড়র পদত্যাগ করা উচিৎ। বিষয়টি মুখ্যমন্ত্রী শিভরাজ চৌহানের দেখা উচিৎ।’

ভিডিওটি দেখতে ক্লিক করুন