English Version
আপডেট : ২১ এপ্রিল, ২০১৬ ২০:২৮

পাকিস্তানে এক উর্ধ্বতন জেনারেলসহ ১২ সেনা কর্মকর্তা বহিষ্কার

অনলাইন ডেস্ক
পাকিস্তানে এক উর্ধ্বতন জেনারেলসহ ১২ সেনা কর্মকর্তা বহিষ্কার
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ

দুর্নীতির দায়ে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ আজ(বৃহস্পতিবার) দেশটির একজন উর্ধ্বতন জেনারেলসহ ১২ সেনা কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। দেশটিতে নজিরবিহীন ভাবে বরখাস্তকৃত সেনা কর্মকর্তাদের মধ্যে একজন মেজর জেনারেল, পাঁচজন বিগ্রেডিয়ার এবং তিনজন কর্নেল রয়েছেন বলে জানা গেছে।

বহিষ্কৃত মেজর জেনারেলে নাম এলাহি শহীদ এবং বহিষ্কৃত লে. জেনারেল ওবায়দুল্লাহ পাক সেনাবাহিনীর জেনারেল হেডকোয়াটার্সে আর্মস অ্যান্ড উইপন্স বিভাগের মহাপরিচালকের দায়িত্ব ছিলেন।

এদের মধ্যে আটজনই বেলুচিস্তানের ফ্রন্টিয়ার কোর বা এফসি নামে পরিচিত আধা সামরিক বাহিনীতে দায়িত্ব পালনের সময়ে দুর্নীতি করেছেন বলে অভিযোগ আনা হয়েছে। জুনিয়র দুই কর্মকর্তা এফসি’তে তাদের সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেছেন।  নাম প্রকাশে অনিচ্ছুক পাক সেনাবাহিনীর এক গোয়েন্দা কর্মকর্তা এ কথা জানিয়েছেন।

তিনি আরো বলেছেন, পাক সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল জুবাইয়র মাহমুদ হায়াতের তদন্তের ভিত্তিতে তাদের চাকরিচ্যুত করা হয়। সেনাপ্রধানের নির্দেশে এ তদন্ত হয়েছে।  চাকরিচ্যুত কর্মকর্তাদের পেনশন ছাড়া আর সব সুযোগ সুবিধা প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া, দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ ফিরিয়ে দেয়ার নির্দেশও তাদেরকে দেয়া হয়েছে।  

পাক সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশিত হলেও এখনো এ বিষয়টি সরকারি ভাবে নিশ্চিত করা হয় নি। এর আগে জেনারেল রাহিল বলেছিলেন, পাকিস্তানের সংহতি, অখণ্ডতা এবং অগ্রগতির জন্য বৃহত্তর জবাবদিহিতার প্রয়োজন রয়েছে। তিনি আরো বলেছিলেন, দুর্নীতিকে উৎখাত করা না গেলে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে বিজয়ী হওয়া যাবে না।

পানামা পেপার্সে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ছেলে-মেয়েদের নাম প্রকাশের ঘটনা নিয়ে যখন দেশটিতে তোলপাড় চলছে তখন বৃহত্তর জবাবদিহিতার আহ্বান জানিয়ে এ বক্তব্য দেন জেনারেল রাহিল।

আর তার এ বক্তব্য প্রকাশিত হওয়ার দু’দিনের মধ্যেই সেনাবাহিনীর এক ডজন কর্মকর্তাকে বহিষ্কার করা হলো।খবর: আইআরআইবি।