English Version
আপডেট : ২১ এপ্রিল, ২০১৬ ১১:১৭

মেক্সিকোয় তেল কারখানা বিস্ফোরণে নিহত ৩

অনলাইন ডেস্ক
মেক্সিকোয় তেল কারখানা বিস্ফোরণে নিহত ৩

মেক্সিকোর একটি তেলশিল্প কারখানায় বড় ধরনের বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছেন। বিবিসি জানায়, বুধবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য ভেরাক্রুজের এ বিস্ফোরণে আহতের সংখ্যা ১০৫ জনেরও অধিক।

কারখানাটি মেক্সিকোর জাতীয় তেল কোম্পানি পেমেক্সের একটি অঙ্গ প্রতিষ্ঠান। বন্দর শহর কোটজাকোয়ালকোসের এ দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে কয়েশত লোককে সরিয়ে নেওয়া হয়েছে এবং স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

সম্প্রচারিত ফুটেজে বড় ধরনের আগুন ও বিশাল ধোঁয়ার কুণ্ডুলি দেখা গেছে। পেমেক্স এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় দুপুর সোয়া ৩টার দিকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ঘটনার দিন সন্ধ্যার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে ২০১৩ সালের জানুয়ারিতে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে পেমেক্সের সদরদফতরে গ্যাস বিস্ফোরণে ৩৭ জন নিহত হয়েছিলেন।