English Version
আপডেট : ২১ এপ্রিল, ২০১৬ ০৮:২৪

বরফ গলাতে সৌদি সফরে ওবামা

অনলাইন ডেস্ক
বরফ গলাতে সৌদি সফরে ওবামা

দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আলোচনা করতে সৌদি আরবে সফরে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। দু'দিনের এই সফরে সৌদি বাদশাহ সালমান ছাড়াও উপসাগরীয় সহযোগিতা সংস্থা -GCC ভূক্ত ছয় দেশ কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং ওমানের প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন ওবামা। 

ইরানের সাথে পরমাণু চুক্তির পর সৌদি আরব ও GCC'র সাথে সম্পর্ক শীতল হতে শুরু করে যুক্তরাষ্ট্রের। এই সফরে সম্পর্ক উষ্ণ ছাড়াও সিরিয়া ও ইয়েমেনে যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সফরে ওবামার সঙ্গে রয়েছে প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কুচার ও পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

জিহাদিদের বিরুদ্ধে লড়াই এবং সিরিয়া ও ইয়েমেনে যুদ্ধ বন্ধের প্রচেষ্টা জোরদারের পাশাপাশি রিয়াদের সঙ্গে উত্তেজনা প্রশমনে ওবামা এ সফর করছেন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী কার্টার বলেন, তারা এ অঞ্চলে ইরানের ‘অস্থিতিশীল কর্মকান্ড’ মোকাবেলায় সামরিক ও নৌ অভিযানের ক্ষেত্রে সহায়তা চাইবে। সপ্তাহের শেষ দিকে ওবামা যুক্তরাজ্য ও জার্মানী সফরে যাবেন।

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্র সহায়তা করায় ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে সম্পর্কে ক্ষতের সৃষ্টি হয়েছে। এ অঞ্চলে ইরানের বড় শত্রু সৌদি আরব। এছাড়া নাইন ইলেভেন হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত আমেরিকান নাগরিকদের সৌদি আরবের বিরুদ্ধে মামলা করার অনুমতি দেয়া সংক্রান্ত একটি বিল পাসের চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র। এটাও সৌদি আরবকে ক্ষুব্ধ করেছে।