English Version
আপডেট : ১৯ এপ্রিল, ২০১৬ ১০:৫৩

ইকুয়েডরে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪১৩

অনলাইন ডেস্ক
ইকুয়েডরে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪১৩
ভূমিকম্পে ধ্বংস স্তপ ফাইল ছবি

ইকুয়েডরে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ খবরে জানা গেছে, দেশটিতে ৭ দশমিক ৮ মাত্রার ওই ভূমিকম্পে কমপক্ষে ৪১৩ জন মানুষ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো আড়াই হাজারের মত মানুষ।

প্রেসিডেন্ট রাফায়েল কোরিয়ে শনিবারের ওই ভূমিকম্পকে ৭০ বছরের মধ্যে সবচাইতে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে উল্লেখ করেছেন। এর ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠতে কয়েক শ কোটি ডলারের আর্থিক সহায়তা প্রয়োজন বলেও উল্লেখ করেছেন তিনি।