English Version
আপডেট : ১৯ এপ্রিল, ২০১৬ ০৭:৪৮

শীর্ষ আরব ধনীদের সম্পদ কমেছে অবিশ্বাস্য হারে

নিজস্ব প্রতিবেদক
শীর্ষ আরব ধনীদের সম্পদ কমেছে অবিশ্বাস্য হারে

তেলের দাম ক্রমশ নিচের দিকে যাওয়ায় আরব পুঁজিপতিদের মাথায় হাত। ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত নতুন এক গবেষণায় দেখা গেছে, তাদের সম্পদের মাত্রা গত এক বছরে কমে গেছে অবিশ্বাস্য হারে। 

রবিবার ফোর্বস ম্যাগাজিনের মধ্যপ্রাচ্য সংস্করণে বিশ্বের সেরা আরব ধনীদের একটা তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যায়, এক বছর আগে ৩২ জন আরব বিলিওনেয়ারের মোট সম্পদের পরিমাণ ছিল ৯৫ দশমিক ৫ বিলিয়ন ডলার। এখন সেটা কমে গেছে এক তৃতীয়াংশ (২৯ দশমিক ৯ বিলিয়ন ডলার)।

গালফ নিউজকে দেয়া এক বিবৃতিতে ফোর্বস জানিয়েছে, ‘সারা বিশ্বের কোটিপতিদের জন্যই গত বছর খুব একটা সুবিধাজনক ছিল না। আরব ধনীদের সম্পদের পরিমাণ কমেছে ২৩ দশমিক ৮ শতাংশ।’ ফোর্বসের এই তালিকায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, লেবানন, ওমান, মরক্কো, আলজেরিয়া এবং কাতারের পুঁজিপতিদের নাম রয়েছে।

২০১৬ সালের শীর্ষ আরব ধনীর জায়গাটি দখল করেছে সৌদি প্রিন্স ওয়ালিদ বিন তালাল আল সৌদ। তার মোট সম্পদের পরিমাণ ১৭ দশমিক ৩ বিলিয়ন ডলার। কিন্তু তার সম্পদের মাত্রাই কমেছে ২০ শতাংশ।

তবে সম্পদ হ্রাসের সঙ্কট সত্ত্বেও তারা নতুন উদ্যমে সম্পদ গড়তে শুরু করেছেন। ২০১৬ সালে আরব বিলিওনেয়ারের তালিকায় যুক্ত হয়েছে পাঁচজন নতুন সদস্য। ৩২ আরব বিলিওনেয়ারের মধ্যে ৭ জনই লেবাননের নাগরিক।