English Version
আপডেট : ১৭ এপ্রিল, ২০১৬ ০৯:৩৭

ইকুয়েডরে ভয়াবহ ভূমিকম্প নিহত ২৮

অনলাইন ডেস্ক
ইকুয়েডরে ভয়াবহ ভূমিকম্প নিহত ২৮
ইকুয়েডরে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে

ইকুয়েডরে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ২৮ জনের নিহত হবার খবর পাওয়া গেছে। দেশটির ভাইস প্রেসিডেন্ট জর্জ গ্লাসের বরাত দিয়ে এখবর জানিয়েছে বিবিসি।

বাংলাদেশ সময় রোববার সকাল ৫টা ৫৮ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। 

রাজধানী কুইটো থেকে ১শ' ৬০ কিলোমিটার দূরে ইকুয়েডরের মুইসনি শহরের কাছে এই ভূমিকম্পের উৎপত্তি। ভূমিকম্পের পর স্থানীয় উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়। এছাড়া দেশটির ৬টি প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে উপকূলীয় প্রায় ৩শ' কিলোমিটার এলাকাজুড়ে বিপজ্জনক ঝড়ো বাতাস বয়ে যেতে পারে।