English Version
আপডেট : ১৬ এপ্রিল, ২০১৬ ১৭:৫৮

২০১৫ সালে ওবামা দম্পতির আয় ৪.৩৬ লাখ ডলার

অনলাইন ডেস্ক
২০১৫ সালে ওবামা দম্পতির আয় ৪.৩৬ লাখ ডলার
ওবামা দম্পতির আয়কর বিবরণী থেকে দেখা যাচ্ছে গত এক বছরে প্রেসিডেন্ট ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা ৪ লাখ ৩৬ হাজার ৬৫ ডলার আয় করেছেন। যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে তিন কোটি টাকার কাছাকাছি। খবর- সিএনএন
 
শুক্রবার (১৫ এপ্রিল) দাখিল করা বিবরণীতে এই দম্পতি ৮১ হাজার ৪৭২ ডলার আয়কর দেয়ার তথ্য উল্লেখ করেছেন। যা তাদের কর বহির্ভূত আয়ের ১৮.৭ শতাংশ। কয়েক বছর থেকে দেশটিতে ১৮.৪ থেকে ২০.৪ শতাংশের মধ্যে আয়কর পরিশোধ করতে হচ্ছে।
 
২০১২ সাল থেকে প্রেসিডেন্ট পরিবারের আয় কমতে থাকে। ওবামার লেখা বইয়ের বিক্রি পড়ে যাওয়ায় তাদের আয় কমে যায়। ২০১৫ সালে বেতন হিসেবে প্রায় চার লাখ ডলারের মত পান ওবামা। আর বই বিক্রির রয়্যালটি হিসেবে ৫৬ হাজার ৬৯ ডলার এসেছে।
 
আয়কর ছাড়াও সরকারি স্বাস্থ্য সেবার জন্যও অর্থ পরিশোধ করতে হয়েছে প্রেসিডেন্ট দম্পতিকে। প্রেসিডেন্ট নিজেই ধনী আমেরিকানদের ওপর এই কর আরোপ করেছিল। এ বাবদ ১,৭৬৬ ডলার দিতে হয়েছে তাদের।
 
একই সঙ্গে অলটারনেটিভ মিনিমাম ট্যাক্স হিসেবে সাড়ে সাত হাজার ডলারের মত দিয়েছেন তিনি।
 
বার্ষিক আয়ের প্রায় ১৫ শতাংশ অর্থ বিভিন্ন দাতব্য সংস্থায় ব্যয় করেন ওবামা দম্পতি।