English Version
আপডেট : ১৬ এপ্রিল, ২০১৬ ০৭:৫২

জাপানে ফের শক্তিশালী ভূমিকম্প

অনলাইন ডেস্ক
জাপানে ফের শক্তিশালী ভূমিকম্প

ভূমিকম্পে নয়জনের মৃত্যুর পর এক দিন পার হতে না হতেই ফের জাপানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তর ইউএসজিএস এর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শনিবার রাত ১টা ২৫ মিনিটে জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুমামতো প্রদেশে এ ভূমিকম্প আঘাত হানে। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৭। এতে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো শতাধিক।

কিয়েশু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ১২০ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দেশটির ইউকি শহর থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে, ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

প্রাথমিকভাবে এক মিটার উঁচু সুনামির সর্তকতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করার খবর জানায় স্থানীয় গণমাধ্যমগুলো। ৭ মাত্রার ওই ভূমিকম্পের পর ২০ মিনিটের মধ্যে ওই অঞ্চলে ৫ দশমিক ৮ ও ৫ দশমিক ৭ মাত্রার আরও দুটি ভূকম্পন অনুভূত হয়।

প্রায় ২৪ ঘণ্টার মধ্যে কয়েক দফার এসব ভূমিকম্পে ২০১১ সালের সুনামির পর বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছে সরকার। এ অবস্থায় নিরাপত্তা ও উদ্ধারের জন্য তৎপর সরকার কুমামতো বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করেছে; বন্ধ করেছে ট্রেন চলাচলও। এর আগে বৃহস্পতিবার রাতে কুমামতো ও কিয়েশু প্রদেশে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে বিপুল সংখ্যক বাড়ি-ঘর ধসে পড়ে, ক্ষতিগ্রস্ত হয় রাস্তাঘাট। রাতের ওই ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে অন্তত নয়জনের মৃত্যু হয়, আহত হন সহস্রাধিক।