English Version
আপডেট : ১৫ এপ্রিল, ২০১৬ ১০:২২

জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত নয়জন, আহত দুই শতাধিক

অনলাইন ডেস্ক
জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত নয়জন, আহত দুই শতাধিক
সরকারী বিভিন্ন বাহিনী সারারাত ধরে উদ্ধারকাজ চালাচ্ছে

দক্ষিণ জাপানের কিউশু দ্বীপে একটি শক্তিশালী ভূমিকম্পে নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছে আড়াইশো’র বেশি মানুষ। সরকারী বিভিন্ন বাহিনী সারারাত ধরে উদ্ধারকাজ চালাচ্ছে। রিখটার স্কেলে ৬.৪ মাত্রার ভূমিকম্পে ভেঙ্গে পরা ভবনগুলোর নিচে আটকা পরেছেন বহু মানুষ।

স্থানীয় সময় রাত সাড়ে নয়টায় প্রথম এবং অল্প সময়ের ব্যবধানে ৫.৭ মাত্রার আরো একটি ভূমিকম্প আঘাত হানে সেখানে। এর পরপরই সুনামি সতর্কতা জারি করা হয় সেখানে। তবে কিউশু দ্বীপের দুইটি পরমাণু চুল্লি এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানানো হয়েছে।

জাপানে প্রধানমন্ত্রী শিনঝো আবে দ্রুত ব্যবস্থা নেবার আশ্বাস দিয়ে রাতেই নিজের কার্যালয়ে ফেরেন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের এরইমধ্যে চিকিৎসা সেবা দিতে শুরু করেছে রেড ক্রস।

এদিকে, এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে প্রায় ১৬ হাজার বাড়িঘর এবং ৩৮ হাজার ঘরবাড়িতে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিচ্ছিন্ন রয়েছে পানি সরবরাহ ব্যবস্থাও। কোনো কোনো রুটে এখনো ট্রেন চলাচল বন্ধ রয়েছে।