English Version
আপডেট : ১৫ এপ্রিল, ২০১৬ ০১:০৩

বিশ্ববিদ্যালয়ে হিজাব নিষিদ্ধ করতে বললেন ফরাসি প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
বিশ্ববিদ্যালয়ে হিজাব নিষিদ্ধ করতে বললেন ফরাসি প্রধানমন্ত্রী

ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভ্যালস দেশটির সব বিশ্ববিদ্যালয়ে হিজাব নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি আরো বলেন, ফরাসি জনসাধারণের সংখ্যাগরিষ্ঠ অংশ মনে করে, ইসলাম তাদের সমাজের সাথে খায় খায় না।

ফরাসি বিশ্ববিদ্যালয়ে হিজাব নিষিদ্ধ করা উচিত কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ তা করা উচিত। তবে তিনি স্বীকার করেন, এ ধরনের আইন প্রণয়ন করা কঠিন।

তবে সমাজবাদী অন্য মন্ত্রীরা প্রধানমন্ত্রীর সাথে দ্বিমত প্রকাশ করেন। দেশটির উচ্চতর শিক্ষামন্ত্রী থিয়েরি ম্যানডন বলেন, বিশ্ববিদ্যালয়ে হেডস্কার্ফ নিষিদ্ধ করার জন্য আইনের দরকার নেই। ছাত্রীরা প্রাপ্তবয়স্কা হওয়ায় তাদের হেডস্কার্ফ পরার অধিকার রয়েছে। ফরাসি সমাজে হেডস্কার্ফ নিষিদ্ধ নয়।

আর শিক্ষামন্ত্রী ভ্যালুদ বেকসেম বলেন, হিজাব নিষিদ্ধ করা হবে মতামত প্রকাশ ও ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী।