English Version
আপডেট : ১৪ এপ্রিল, ২০১৬ ১৬:০৫

গিনিতে বিমান দুর্ঘটনায় শিশুসহ নিহত ১২

অনলাইন ডেস্ক
গিনিতে বিমান দুর্ঘটনায় শিশুসহ নিহত ১২
প্রশান্ত মহাসাগরের দেশ পাপুয়া নিউ গিনিতে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে এক অস্ট্রেলীয় নাগরিক ও তিন শিশুসহ ১২ জন নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার (১৩ এপ্রিল) বিকালে দেশটির প্রত্যন্ত অঞ্চল কিউংগার কাছে একটি জলাভূমিতে বিমানটি বিধ্বস্ত হয়। খবর: এএফপি কিউংগার পুলিশ কমান্ডার জো পুরি স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘ওকসাপমিন থেকে উড্ডয়ন করার কিছুক্ষণ পর একটি জলাভূমিতে বিমানটি বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় বিমানের সকল আরোহী নিহত হয়েছে।’ পিএনজি ব্রডকাস্টিং কর্পোরেশন জানায়, দেশটির পশ্চিমাঞ্চল দিয়ে যাওয়ার সময় মাঝ আকাশে সানবার্ড এভিয়েশনের বিমানটির ইঞ্জিন বিকল হয়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে। অবতরণের সময় সামনের অংশ সজোরে মাটির ওপর আছড়ে পড়ে বিমানটি বিধ্বস্ত হয়।
 
এই ঘটনায় নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে। এই ঘটনায় নিহত অস্ট্রেলিয়ার নাগরিকটি বিমানের চালক ছিলেন বলে জানা যায়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র বিষয়ক দফতর।