English Version
আপডেট : ১২ এপ্রিল, ২০১৬ ০৯:৪৬

সন্ত্রাসীদের মদদ দিচ্ছে সৌদি আরব

অনলাইন ডেস্ক
সন্ত্রাসীদের মদদ দিচ্ছে সৌদি আরব
ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান হামিদ রেজা পুরদাস্তান

বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে প্রশিক্ষণ এবং আর্থিক সহায়তা দেয়ার মাধ্যমে সৌদি আরব ইসলামী ইরানের অভ্যন্তরে হামলা চালানোর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির স্থল কমান্ডার ব্রেগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপুর।

তিনি বলেন, ইরান সম্প্রতি যেসব সন্ত্রাসীকে আটক করেছে তাদের সঙ্গে সৌদি আরব এবং অন্যান্য দেশের সম্পর্ক রয়েছে বলে তারা স্বীকারোক্তি দিয়েছে। তিনি বলেন,ইরানকে অনিরাপদ করতে আলে সৌদ সরকার জোর তৎপরতা চালাচ্ছে। তবে এ ধরণের চেষ্টা করা হলে তা অঙ্কুরেই বিনষ্ট করা হবে। জেনারেল পাকপুর বলেন, এই মুহূর্তে সংযুক্ত আরব এবং সৌদি আরব এসব গোষ্ঠীকে সংগঠিত ও প্রশিক্ষণ দেয়ার কাজে লিপ্ত রয়েছে। তবে আমাদের সতর্ক প্রস্তুতির কারণেই সন্ত্রাসীরা এখনো হামলা চালানোর সযোগ পায় নি।

গত সোমবার ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান হামিদ রেজা পুরদাস্তান জানিয়েছেন, গত মার্চ মাসে আইএসআইএল বা দায়েশের দুই জন সন্ত্রাসী ইরান সীমান্তে অনুপ্রবেশ করে। তবে দেশের অভ্যন্তরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই তাদেরকে ধ্বংস করে দেয়া হয়। পাকপুর বলেন, এসব সন্ত্রাসী গোষ্ঠীর ব্যাপারে আমাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে এবং সন্ত্রাসীদের যেকোনো তৎপরতা আমরা শুরুতেই ধ্বংস করে দেব। আগামীকাল থেকে আইআরজিসি ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে ‘মুহাম্মদ (সা)’ শীর্ষক মহড়া শুরু করতে যাচ্ছে।খবর:আইআরআইবি।