English Version
আপডেট : ১১ এপ্রিল, ২০১৬ ২০:৪৪

ফিলিপাইনকে ক্যাসিনোর লাগাম টানার আহ্বান বিশ্বব্যাংকের

অনলাইন ডেস্ক
ফিলিপাইনকে ক্যাসিনোর লাগাম টানার আহ্বান বিশ্বব্যাংকের

ফিলিপাইন সরকারকে তাদের ক্যাসিনোগুলোর লাগাম ধরার আহ্বান জানিয়েছে বিশ্বব্যাংক। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০১ মিলিয়ন ডলার চুরির পর ফিলিপাইনের ক্যাসিনো ও জুয়া শিল্পকে আরও ভালোভাবে নিয়ন্ত্রণে আনতে বিশ্বব্যাংক একথা বলেছে। 

ফিলিপাইনের একটি তদন্তকারী দল গত ফেব্রুয়ারি মাসে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভে বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার চুরি যাওয়ার পরে সে অর্থ ফিলিপাইনের একটি ব্যাংক হয়ে দু’টি ক্যাসিনোতে যায়। সেখান থেকে টাকাগুলো চলে যায় হংকংয়ে এক ব্যক্তির অ্যাকাউন্টে। ওই টাকা উদ্ধারের চেষ্টা চলছে। কিছু অংশ ইতিমধ্যে ফেরত এসেছে।

সোমবার (১১ এপ্রিল) বিশ্বব্যাংকের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ ভ্যান ডেন বলেন, ‘ক্যাসিনোগুলোর অর্থপাচার রোধে আইনের সংস্কার জরুরি। ফাঁকফোকর অবশ্যই বন্ধ করতে হবে।’

তিনি বলেন, ‘২০০১ সালের অর্থপাচার বিরোধী আইন এমনিতে ঠিকই আছে, কিন্তু পরিস্থিতির সাথে সেটাকে আরও উন্নত করা প্রয়োজন যাতে ফাঁকফোকর দিয়ে কেউ সেটার সুযোগ নিতে না পারে।’

অর্থপাচার করার সুযোগ সুবিধা রয়েছে এমন দেশ হিসেবে দীর্ঘ দিন গ্রেলিস্টের তালিকায় ফিলিপাইনের নাম ছিল। কিন্তু ২০১৩ সালে আইন সংস্কার করে ক্যাসিনোগুলোকে অর্থপাচার আইনের আওতায় নিয়ে আসা উচিৎ কি না, সেই প্রশ্নে তাদের আইন প্রণয়নকারীদের মধ্যে দ্বিধা তৈরি হয়।

অবশেষে তারা সিদ্ধান্ত নেন ক্যাসিনোগুলোকে আইনের বাইরে রাখা হবে।

বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ কার্ল কেনড্রিকও এ ব্যাপারে জোর দিয়ে বলেছেন, ফিলিপাইনের ব্যাংকগুলোর গোপনীয়তা আইন আরও শিথিল করার জন্য যাতে করে অর্থ পাচার কারীদের ধরতে সুবিধা হয়।