English Version
আপডেট : ১০ এপ্রিল, ২০১৬ ১৮:২৭

ভারতে বিমান দুর্ঘটনা!

অনলাইন ডেস্ক
ভারতে বিমান দুর্ঘটনা!

ভারতে অব্যবহৃত একটি বিমান ক্রেনের সাহায্যে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরের সময় বিমানটি একটি ভবনের দেওয়ালের ওপর পড়ে গেছে। দক্ষিণ ভারতে রোববার সকালে এই ঘটনা ঘটে। বিশাল আকৃতির একটি ক্রেনের সাহায্যে বিমানটি নিয়ে যাওয়া হচ্ছিলো।

এয়ার ইন্ডিয়ার এই বিমানটিকে মাটি থেকে ৬০ ফুটের মতো উপরে তোলা হলে হঠাৎ করে বিমানটি নিচে পড়ে যায়। কর্মকর্তারা বলছেন, হঠাৎ করেই ক্রেনটি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায়। বিমানটিকে হায়দ্রাবাদের বেগামপেট বিমানবন্দর থেকে চার কিলোমিটার দূরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট প্রশিক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছিলো।

বিমানটির ওজন ২৫ টনের মতো। এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে কর্মকর্তারা বলছেন, এটা বিপর্যয়কর হয়ে উঠতে পারতো কারণ দুর্ঘটনাটি যেখানে ঘটেছে তার কাছেই ছিলো একটি স্কুল।

দুর্ঘটনায় বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এয়ার ইন্ডিয়ার কর্মকর্তা বলছেন, দুর্ঘটনা সত্ত্বেও বিমানটিকে ফ্লাইট প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হবে।