English Version
আপডেট : ৭ এপ্রিল, ২০১৬ ১৩:৪৪

ভারতের তেলেঙ্গানায় প্রচণ্ড দাবদাহে ৬৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
ভারতের তেলেঙ্গানায় প্রচণ্ড দাবদাহে ৬৬ জনের মৃত্যু
হিটস্ট্রোক আক্রান্ত রোগি ফাইল ছবি

ভারতের তেলেঙ্গানা রাজ্যে প্রচণ্ড দাবদাহে ৬৬ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে গ্রীষ্মের শুরু থেকে এ পর্যন্ত হিটস্ট্রোক এবং অন্যান্য কারণে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। রাজ্যের বেশ কয়েকটি স্থানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ ডিগ্রি পর্যন্ত।

সরকার বলছে, রাজ্যের সবচেয়ে বড় জেলা মহবুব নগরে প্রচণ্ড দাবদাহে সর্বাধিক ২৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া মেডকে ১১, নিজামাবাদে ৭, খাম্মাম এবং করিম নগরে ৫ জন করে, আদিলাবাদ ও ওয়ারঙ্গলে ৪ জন করে এবং নলগোন্ডাতে ২ জনের মৃত্যু হয়েছে।

আবহাওয়া দফতরের কর্মকর্তারা বলছেন, তেলেঙ্গানার কিছু স্থানে গত কয়েকদিন ধরে প্রচণ্ড গরম পড়ছে। নলগোন্ডাতে গতকাল সকালে বিগত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হায়দ্রাবাদ এবং অন্যান্য শহরের তাপমাত্রাও ৪০ ডিগ্রির বেশি রয়েছে। গত বছর তেলেঙ্গানা এবং অন্ধ্র প্রদেশে দাবদাহে দুই হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল।