English Version
আপডেট : ৭ এপ্রিল, ২০১৬ ১২:১৮

আইসল্যান্ডের নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা

অনলাইন ডেস্ক
আইসল্যান্ডের নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা
সিগুরদু ইঞ্জি ইয়োহানসন আইসল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী

ক্ষমতাসীন প্রোগ্রেসিভ পার্টির (পিপি) উপনেতাও ক্ষমতাসীন সরকারের কৃষি ও মৎস্যমন্ত্রী সিগুরদু ইঞ্জি ইয়োহানসনকে আইসল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আসছে শরৎকালে দেশটিতে আগাম নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছে।

বিবিসি বলছে, ৫৩ বছর বয়সী ইয়োহানসন সরকারের কৃষি ও মৎস্যমন্ত্রী। তিনি ক্ষমতাসীন প্রোগ্রেসিভ পার্টির (পিপি) উপনেতাও। প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেও দলীয় প্রধানের পদ ছাড়েননি গুনলাগসন এবং তিনি প্রোগ্রেসিভ পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করে যাবেন।

পানামার ল’ ফার্ম মোস্যাক ফনসেকার নথি ফাঁস হয়ে যাওয়ার পর সেখানে কর ফাঁকি দিয়ে গোপন অর্থের পাহাড় গড়ে তোলা বিশ্বনেতাদের মধ্যে আইসল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী সিগমুন্ড গুনলাগসনের নামও উঠে আসে।

এরপর গুনলাগসনের পদত্যাগের দাবিতে প্রায় ১০ হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করে। যার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার পদত্যাগের ঘোষণা দেন গুনলাগসন। আর এরপরই নয়া প্রধানমন্ত্রী পদে ইয়োহানসনের নাম ঘোষণা করা হয়।

অবশ্য বিরোধী দলগুলো পুরো সরকারকে পদত্যাগ করে আগাম নির্বাচনের দাবি জানিয়েছিল। বামপন্থি গ্রিন পার্টির নেতা ক্যাটরিন জ্যাকেবসডটির রয়টার্সকে বলেন, “আমরা নতুন করে নির্বাচন চাই এবং আমাদের দাবি খুব পরিষ্কার।”

২০০৮ সালে আইসল্যান্ডের বেশ কয়েকটি বড় বড় ব্যাংক ঋণগ্রস্ত হয়ে পড়লে দেশটির অর্থনীতি ভেঙে পড়ে। বিক্ষুব্ধ মানুষ রাস্তায় বেরিয়ে প্রতিবাদ করে।যার ফলে ওই সময় ক্ষমতাসীন সরকারের পতন হয় এবং অনেক ব্যাংক কর্মকর্তাকে দুর্নীতির দায়ে কারাদণ্ড দেওয়া হয়। বিধ্বস্ত ওই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার সংগ্রাম এখনও চালিয়ে যাচ্ছে দেশটি।