English Version
আপডেট : ৭ এপ্রিল, ২০১৬ ১১:২০

রেড হট বিকিনিতে সাফল্যের চূড়ায় ভিয়েতজেট!

অনলাইন ডেস্ক
রেড হট বিকিনিতে সাফল্যের চূড়ায় ভিয়েতজেট!

শাড়ি কিংবা স্কার্ট বিমানসেবিকাদের এসব প্রথাগত পোশাককে পেছনে ফেলেছে ভিয়েতজেট বিমান সংস্থার রেড হট বিকিনি। লালরঙা বিকিনিতে বিমান যাত্রীদের স্বাগত জানিয়ে থাইল্যান্ডের বিমান সংস্থা ভিয়েতজেট এখন সাফল্যের চূড়ায়।

বিকিনির দৌলতে ভিয়েতজেট নামের এই বিমানসংস্থা পৌঁছে গিয়েছে জনপ্রিয়তার শীর্ষে। এই সংস্থা চালু হওয়ার মাত্র দুবছরের মধ্যেই অন্যান্য এয়ারওয়েজকে পিছনে ফেলে সাফল্যের সিঁড়িতে এগিয়ে যাচ্ছে দ্রুতই। এরমধ্যে ভিয়েতনামের বিমান পরিবহনশিল্পের ৩০ শতাংশ বাজার ভিয়েতজেটের দখলে।

এই বিমানসংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা ন্যুয়েন থি ফুয়াং থাও প্রথম নারী হিসাবে বিমানশিল্পে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটিয়ে ফেলেছেন। এমনকি বিমানসেবিকাদের পোশাকের পরিকল্পনাও তাঁরই।