English Version
আপডেট : ৬ এপ্রিল, ২০১৬ ১০:৫৯

এফবিআই’র ভুয়া বিশ্ববিদ্যালয়!

অনলাইন ডেস্ক
এফবিআই’র ভুয়া বিশ্ববিদ্যালয়!

যুক্তরাষ্ট্রে অভিবাসন জালিয়াত চক্রের লোকজনকে ধরার জন্য একটি ভুয়া বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছিল এফবিআই-র গোয়েন্দারা। ইউনিভার্সিটি অব নর্দার্ন নিউজার্সি নামে ওই বিশ্ববিদ্যালয়টির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর ছদ্মবেশে ছিলেন এফবিআই এজেন্টরা । চার বছর ধরে চালানো এই অভিযানের শেষে একুশ জনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।

কর্মকর্তারা বলছেন, অভিযুক্তরা জানতেন যে, এই বিশ্ববিদ্যালয়টির আসলে অস্তিত্ব নেই। কিন্তু এটা যে অভিবাসন কর্তৃপক্ষের একটি ফাঁদ সেটি তারা ধারণাও করতে পারেনি। তারা এক হাজারেরও বেশী বিদেশী নাগরিকের কাছ থেকে হাজার হাজার ডলার হাতিয়ে নিয়েছে।

এ সমস্ত বিদেশীরা শিক্ষার্থী ভিসায় আমেরিকায় ঢুকে দেশটিতে থেকে যেতে চাইছিল। যেসব ছাত্রছাত্রীর নাম উঠে এসেছে তাদের অধিকাংশই চীন এবং ভারত থেকে আসা ।

এফবিআই এজেন্টরা একটি ভুয়া ওয়েব সাইট তৈরি করে সেখানে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে বিভিন্ন পোস্ট দিয়ে আসছিল। এভাবেই সন্দেহভাজনদের সাথে যোগাযোগ তৈরি করে তারা। বছরের পর বছর দরে এভাবে অর্থের বিনিময়ে ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে।