English Version
আপডেট : ৫ এপ্রিল, ২০১৬ ১২:২৬

জাতিসংঘের মহাসচিব পদের প্রার্থী হবেন হেলেন ক্লার্ক

অনলাইন ডেস্ক
জাতিসংঘের মহাসচিব পদের প্রার্থী হবেন হেলেন ক্লার্ক
নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক

জাতিসংঘের মহাসচিব পদের প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক। আজ মঙ্গলবার বিবিবির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে হেলেন ক্লার্ক বলেন, জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হলে প্রথমেই সংস্থাটির নিরাপত্তা পরিষদের সংস্কার করার ইচ্ছে আছে। জার্মানি, জাপান, ব্রাজিল এবং ভারতের স্থায়ী সদস্য পদ নিয়েও কাজ করবো।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, এছাড়া একুশ শতকের বাস্তবতা মাথায় রেখে আফ্রিকার দুটি দেশকেও নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য পদ দেওয়া যেতে পারে বলে মনে করেন হেলেন ক্লার্ক।

হেলেন এলিজাবেথ ক্লার্ক ১৯৫০ সালে নিউজিল্যান্ডের হ্যামিলটন শহরে জন্ম গ্রহণ করেন। লেখাপড়া করেছেন অকল্যান্ড ইউনিভার্সিটিতে। তিনি ১৯৯৯ থেকে ২০০৮ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের প্রেসিডেন্ট ছিলেন।   

প্রসঙ্গত, বর্তমানে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন হেলেন ক্লার্ক। জাতিসংঘের মহাসচিব পদের প্রার্থী হিসেবে গত কয়েক মাস ধরে আলোচনায় রয়েছেন নিউজিল্যান্ডের সাবেক এই প্রধানমন্ত্রী। চলতি বছরের ডিসেম্বরেই জাতিসংঘের বর্তমান মহাসচিব বান কি মুনের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।

তিনি ছাড়াও আরো তিন নারী জাতিসংঘের মহাসচিব প্রার্থী হতে আগ্রহী। এরা হলেন- ইউনেসকো'র বুলগেরিয়ার প্রধান আইরিনা বোকোবা, ক্রোয়েশিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী বেসনা পিউসিক, মলদোভার সাবেক পররাষ্ট্রমন্ত্রী নাটালিয়া ঘেরমান। এদের মধ্যে যে কেউ নির্বাচিত হয়ে বান কি মুনের স্থলাভিসিক্ত হলে তিনি হবেন জাতিসংঘের প্রথম নারী মহাসচিব।