English Version
আপডেট : ২৮ মার্চ, ২০১৬ ১০:২৩

লাহোর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭০

অনলাইন ডেস্ক
লাহোর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭০

পাকিস্তানের লাহোরের শিশু পার্কে শক্তিশালী আত্মঘাতী বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৭০ এ দাঁড়িয়েছে। ডন জানিয়েছে এই হামলার দায় স্বীকার করেছে তেহরিক ই তালেবান পাকিস্তান জামাতুল আহরার। এই হামলায় আহত হয়েছে আরো কমপক্ষে ২৫০ জন।   জানা গেছে, একজন আত্মঘাতী বোমা হামলাকারী এই বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানিয়েছে পুলিশ। লাহোর শহরের দক্ষিণ পশ্চিমে গুলশান-ই-ইকবাল নামে একটি বড় পার্কে শিশুদের দোলনার কাছে বিস্ফোরণটি ঘটে। রোববার বিকেলে স্টার সানডের ছুটিতে সেখানে অনেকগুলো পরিবার ভিড় জমিয়েছিল। একজন প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন, বিস্ফোরণের পর সেখানে পালাতে থাকা লোকের হুড়োহুড়িতে এক চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।   পালাতে গিয়ে অনেক শিশুই তাদের পিতামাতা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। লাহোর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সবচেয়ে বড় শহর। বিস্ফোরণে আহতদের হাসপাতালে নেয়া হয়েছে, এবং তাদের মধ্যে অনেকেই শিশু। এই বিস্ফোরণ কারা ঘটিয়েছে তা সম্পর্কে এখনো কিছু জানা যায় নি। কেউ কেউ অনুমান করছেন, ইস্টারের ছুটি উপলক্ষে পার্কে আসা খ্রিস্টান পরিবারগুলো হয়তো এ হামলার লক্ষ্য ছিল। পাকিস্তানে তালিবান সংশ্লিষ্ট সহিংসতার ঘটনা, সাম্প্রদায়িক আক্রমণ এবং অপরাধীচক্রের তৎপরতা নিয়মিত ঘটনা। বিবিসি ও ডন।