English Version
আপডেট : ২৮ মার্চ, ২০১৬ ০০:৪৮

লাহোরে শিশু পার্কে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৫৩

অনলাইন ডেস্ক
লাহোরে শিশু পার্কে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৫৩

পাকিস্তানের রাজধানী লাহোরে একটি শিশু পার্কে বোমা হামলায় অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো শতাধিক মানুষ আহত হয়েছেন।  রোববার সন্ধ্যায় শহরের গুলশান-ই-ইকবাল পার্কে এই হামলা হয়। লাহোর পুলিশের কর্মকর্তা মুহাম্মদ ইকবাল জানিয়েছেন, হামলাটি ছিল আত্মঘাতী। তবে এখনো কেউ হামলার দায় স্বীকার করেনি।

পার্কে শিশুদের জন্য নির্ধারিত এলাকায় বিস্ফোরণটি ঘটানো হয়। আত্মঘাতী বোমা বিস্ফোরণের সময় সেখানে অনেক নারী ও শিশু উপস্থিত ছিলেন।  ধারণা করা হচ্ছে, স্টার সানডের ছুটিতে বেড়াতে আসা খ্রিষ্টান পরিবারগুলোকে হামলার লক্ষ্য বস্তু বানানো হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, পরিস্থিতি সামাল দিতে ওই এলাকার সবগুলো হাসপাতালকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। গতকায়েক মাসের মধ্যে এটি পাকিস্তানের সবচেয়ে বোমা হামলা ও হতাহতের ঘটনা।   পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোর। পাঞ্জাবকে দেশের সবচেয়ে ধনী রাজ্য ও প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ক্ষমতার কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়।