English Version
আপডেট : ২৪ মার্চ, ২০১৬ ২১:২৪

গণহত্যার দায়ে কারাদিচকে ৪০ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক
গণহত্যার দায়ে কারাদিচকে ৪০ বছরের কারাদণ্ড

বসনিয়ায় গণহত্যার দায়ে সার্বিয়ার নেতা রদোভান কারাদিচকে ৪০ বছরের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। ১৯৯২-৯৫ সালে বসনিয়ায় সংগঠিত গণহত্যায় সাবেক সার্ব নেতা কারাদিচের জড়িত থাকার প্রমাণ পেয়েছে বিচারক প্যানেল।

রায়ে বিচারকরা জানান, বসনিয়ায় নির্বিচারে গণহত্যায় সাধারণ ১২০০০ মানুষকে নির্মম হত্যায় কারাদিচ জড়িত ছিলেন। ৭০ বছর বয়স্ক কারাদিচের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের একাধিক অভিযোগ রয়েছে।

এদিকে, বসনীয় যুদ্ধে গণহত্যার দায়ে এর আগে প্রাক্তন এক বসনীয় সার্ব জেনারেলকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় হেগের আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। দণ্ড প্রাপ্ত জদ্রাভকো তলিমির বিরুদ্ধে ১৯৯৫ সালে স্রেব্রেনিকায় ৭ হাজারের বেশী মুসলিম পুরুষ ও বালককে হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ আনা হয়।