English Version
আপডেট : ২৪ মার্চ, ২০১৬ ১০:১১

বেলজিয়ামকে আগেই সতর্ক করেছিল তুর্কি

অনলাইন ডেস্ক
বেলজিয়ামকে আগেই সতর্ক করেছিল তুর্কি

তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তায়িপ এরদোয়ান বলেছেন, মঙ্গলবার ব্রাসেলসে আত্মঘাতী বোমা হামলাকারীদের একজনকে গতবছর দেশটি থেকে নেদারল্যান্ডসে দেশান্তরিত করা হয়েছিল।

বিষয়টি বেলজিয়াম ও ডাচ কর্তৃপক্ষকে জানানো হলেও তারা তুর্কি সতর্কতাকে আমলে নেয়নি বলে অভিযোগ করেছেন মি. এরদোয়ান।

তিনি জানিয়েছেন, ঐ ব্যক্তিকে সিরিয় সীমান্তের কাছ থেকে তুর্কি সরকারি বাহিনী গ্রেপ্তার করেছিল। বেলজিয়ামের বিচারমন্ত্রী কোয়েন জিনস বলেছেন, তিনি বিষয়টি জানতেন, কিন্তু ঐ ব্যক্তি যে একজন সন্ত্রাসী হামলাকারী তা ধারণা করতে পারেননি।

মঙ্গলবার ব্রাসেলসের বিমানবন্দরে জোড়া বিস্ফোরণ এবং একটি মেট্রো স্টেশনে অপর একটি বিস্ফোরণে অন্তত ৩৪ জন নিহত এবং ২৫০ জন আহত হয়েছেন।বেলজিয়ামে এখন তিনদিনের জাতীয় শোক পালন করা হচ্ছে।সূত্র:বিবিসি।