English Version
আপডেট : ২৩ মার্চ, ২০১৬ ১৫:১০

বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক


বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞা
বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগে গণমাধ্যমকর্মীদের যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। তাদের জন্য মিডিয়া সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে ব্যাংক। 

বুধবার থেকে সব বিভাগের জন্য এ নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে বলে জানায় ব্যাংক কর্তৃপক্ষ। এরআগে কয়েকদিন ধরেই বাংলাদেশ ব্যাংকের বেশ কয়েকটি বিভাগে সাংবাদিকদের যাতায়াতে অঘোষিত নিষেধাজ্ঞা ছিলো। 

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা বলেন, অচিরেই বাংলাদেশ ব্যাংকে একটি মিডিয়া সেন্টার খোলা হবে। আমরা সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথা বলবো। এছাড়া বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম সম্পর্কে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে জানানো হবে।

দেশের ব্যাংকিং খাতের নিয়ন্ত্রক সংস্থার বাংলাদেশ ব্যাংকের সব বিভাগেই এরআগে সংবাদকর্মীদের যাতায়াতের সুযোগ ছিলো।