English Version
আপডেট : ১৭ মার্চ, ২০১৬ ২১:১৮

অবশেষে তুরস্কে গাড়ি বোমা হামলার দায় নিল কুর্দি জঙ্গীরা

নিজস্ব প্রতিবেদক
অবশেষে তুরস্কে গাড়ি বোমা হামলার দায় নিল কুর্দি জঙ্গীরা

তুরস্কে গত রোববারের শক্তিশালী গাড়ি বোমা হামলায় ৩৭ জনের নিহতের ঘটনার দায় স্বীকার করেছে কুর্দি বিচ্ছিন্নতাবাদী সংগঠন টিএকে। এই মামলার পর তুর্কি সরকারের অভিযোগের আঙ্গুল নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকের দিকেই ছিল।

বৃহস্পতিবার অনলাইনে প্রকাশিত এক বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করে টিএকে। সেনাবাহিনীর অভিযানের প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয় বলে দাবি করা।

গত ফেব্রুয়ারিতে সংঘটিত সন্ত্রাসী হামলার দায়ও ওই বিবৃতিতে স্বীকার করে নিষিদ্ধ জঙ্গী সংগঠনটি।সূত্র:বিবিসি।