English Version
আপডেট : ১৭ মার্চ, ২০১৬ ০১:৫৭

মোশাররফের ওপর থেকে ভ্রমন নিষেধাজ্ঞা প্রত্যাহার

অনলাইন ডেস্ক
মোশাররফের ওপর থেকে ভ্রমন নিষেধাজ্ঞা প্রত্যাহার

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফের ওপর থেকে বিদেশ ভ্রমনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে দেশটির সুপ্রিম কোর্ট। তার বিরুদ্ধে বর্তমানে আদালতে মালমা চলমান রয়েছে।

রুলে বলা হয় তিনি শুধুমাত্র চিকিৎসার জন্য বিদেশ ভ্রমন করতে পারবেন। ২০০৭ সালে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্ট হত্যা মামলা তাকে আসামি করা হয়। তবে  ৭০ বছর বয়স্ক সাবেক এই জেনারেল বলেন, তার বিরুদ্ধে করা এসব মামলায় রাজনৈতিক উদ্দেশে রয়েছে।

তিনি গত জানুয়ারি মাস থেকে বুকের ব্যথায় ভুগছেন। যা বর্তমানে অনেক বেড়ে গেছে। এছাড়াও মেরুদণ্ডের সমস্যার কারণে সোম ও মঙ্গলবার হাসপাতালে গেছেন তিনি।

তার আইনজীবী বলেন, তাকে (মোশাররফকে) বিদেশ যাওয়ার অনুমতি দিলে তিনি অবশ্যই আবারও পাকিস্তানে ফিরে আসবেন। খবর:বিবিসি।