English Version
আপডেট : ১৬ মার্চ, ২০১৬ ১৬:২৯

নাইজেরিয়ার মসজিদে আত্মঘাতী বোমা হামলায়, নিহত ২২

নিজস্ব প্রতিবেদক
নাইজেরিয়ার মসজিদে আত্মঘাতী বোমা হামলায়, নিহত ২২
নাইজেরিয়ার একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ২২ জন নিহত হয়েছে।  বুধবার ফজরের নামাজের সময় দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় মাইদুগিরি শহরের একটি মসজিদে দুই নারী এ বিস্ফোরণ ঘটায়। জরুরি ব্যবস্থাপনা সংস্থার আব্দুল মোহাম্মেদ বলেন, বুধবারের এ বিস্ফোরণে অারও ১৭ জন আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিভিলিয়ান সেলফ ডিফেন্স ভিজিলিয়েন্ট গ্রুপের কো-অর্ডিনেটর আব্বা আজি বলেন, দুই নারী এ হামলা চালায়। তাদের একজন মসজিদের ভেতরে ছিলেন। এবং অন্যজন মসজিদের বাইরে বোমা বিস্ফোরণ ঘটায়। এখন পর্যন্ত কেউ এর দায় স্বীকার করে নেয়নি। আল-কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) অনুসারী দেশটির সশস্ত্র জঙ্গিগোষ্ঠী বোকো হারামের শক্তিশালী ঘাঁটি এই মাইদুগিরিতে। নাইজেরিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আসছে জঙ্গিগোষ্ঠীটি। ফলে তারা এ হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করছে নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনী। সূত্র: আলজাজিরা