English Version
আপডেট : ১৬ মার্চ, ২০১৬ ১২:১৯

প্যারাশুট প্রশিক্ষণে ইকুয়েডরে সেনা বিমান বিধ্বস্ত, নিহত ২২

অনলাইন ডেস্ক
প্যারাশুট প্রশিক্ষণে ইকুয়েডরে সেনা বিমান বিধ্বস্ত, নিহত ২২

ইকুয়েডর সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ২২ আরোহীসহ আমাজন বনাঞ্চলে বিধ্বস্ত হয়েছে। এদুর্ঘটনায় আরোহীদের কেউ বেঁচে নেই বলে দেশটির প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া নিজ ট্যুইটারে জানিয়েছেন।

কোরেয়া ট্যুইটারে লিখেছেন, ‘কেউ বেঁচে নেই। নিহতদের পরিবার ও সশস্ত্র বাহিনীর প্রতি আমাদের সমবেদনা। এটি একটি শোচনীয় ঘটনা।

ইসরায়েলের তৈরি আরাভা বিমানটি স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে (১৯:৩০ জিএমটি) পূর্বাঞ্চলীয় প্রদেশ পাস্তাজায় বিধ্বস্ত হয়। বিমানটির আরোহীদের মধ্যে ইকুয়েডর সেনাবাহিনীর ১৯ সেনা ছিলেন, তারা প্যারাশুট ঝাঁপ প্রশিক্ষণের জন্য বিমানটিতে উঠেছিলেন। এছাড়া বিমানটিতে দুই পাইলট ও এক মেরামতকারী ছিলেন।সূত্র: অনলাইন