English Version
আপডেট : ১৩ মার্চ, ২০১৬ ১৭:০০

পাকিস্তানে খনি ধসে নিহত ৮

অনলাইন ডেস্ক
পাকিস্তানে খনি ধসে নিহত ৮

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ভারী বর্ষণে একটি কয়লা খনি ধসে ৮ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ শ্রমিক নিখোঁজ রয়েছেন। দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে এখবর জানিয়েছে এবিসি নিউজ।

শনিবার বিকেলে দেশটির ওরাকজাই উপজাতীয় অঞ্চলে খনি ধসের এ ঘটনা ঘটে।

জানা যায়, এ ঘটনায় ২৯ শ্রমিককে উদ্ধার করছেন উদ্ধারকর্মীরা। তবে এখনো ৪ জন শ্রমিক নিখোঁজ আছেন। ধারণা করা হচ্ছে তারা আতঙ্কে মারা গেছেন। ভারী বর্ষণের কারণে খনি ধসের এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

এছাড়া ভারী বর্ষণের ফলে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে দু’দিনে ভবন ও দেয়াল ধসে আরো ৭ জন নিহত হয়েছেন বলে জানান স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা লুৎফর রেহমান।