English Version
আপডেট : ১২ মার্চ, ২০১৬ ২২:০৮

অন্যের মলত্যাগের ছবি তুললে ৩০০ টাকা পুরস্কার!

নিজস্ব প্রতিবেদক
অন্যের মলত্যাগের ছবি তুললে ৩০০ টাকা পুরস্কার!

খোলা জায়গায় শৌচকর্ম করলে তার ছবি তুলে পাঠিয়ে দিন আর নগদ ৩০০ টাকা পুরস্কার বুঝে নিন। ভারতের মধ্যপ্রদেশের ইনদওরে প্রশাসন একটি স্বচ্ছতা মিশন প্রকল্প চালু করেছে। খোলা জায়গায় শৌচকর্ম ঠেকাতে এ পুরস্কার ঘোষণা করা হয়েছে। ছবি পাঠানোর জন্য একটি হোয়াটস অ্যাপ নম্বরও চালু করা হয়েছে। নম্বরটি হলো- ৭৮৭৯০২০০০২। বলা হয়েছে, কোনো ব্যক্তিকে খোলা জায়গায় শৌচকর্ম করতে দেখলে তার ছবি তুলে ওই  হোয়াটস অ্যাপ নম্বরে পাঠিয়ে দিলেই হবে। ব্যস! যে ব্যক্তি শৌচকর্ম করেছেন তাকে ৫০০ টাকা জরিমানা করা হবে। আর যে ছবি ‍তুলে পাঠাবে তাকে দেওয়া হবে ৩০০ টাকা পুরস্কার। এক প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, স্বচ্ছতা ও সচেতনতা বাড়াতেই এই পদক্ষেপ। জরিমানা ও পুরস্কারের বিষয়টি অনেক কাজে আসবে বলেই মনে করছেন তারা। গ্রামগুলিতে এই মিশন সফল হলে আস্তে আস্তে নিয়মের পরিসর বাড়ানো হবে বলেও জানান তিনি।